শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাজল মিয়া, হেলাল মিয়া, হারুন মিয়া ও রানা মিয়াসহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ মে সোমবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত জবান আলীর ছেলে রানা মিয়ার সাথে ৪০ শতাংশ জমি নিয়ে শহিজদ্দিনের পুত্র আল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। এ ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আল আমিনের নেতৃত্বে ১২/১৩ জন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে রানা মিয়াদের বাড়ীতে গিয়ে আক্রমণ করে এবং বাড়ী-ঘর ভাংচুর করে ৪ জনকে দেশীয় অস্ত্র দ্বারায় মারধর করে। ওইসময় কাজল মিয়া, হেলাল মিয়া, হারুন মিয়া ও রানা মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রানা মিয়া বাদী হয়ে আল আমিনসহ মোট ১১ জনের নামে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে