শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৪ তম বার্ষিক সাধরণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্ট সেন্টার ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র শালচূড়ায় এ বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব এর জেলা ব্যবস্থাপক তোফায়েল আহমেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান হালিম, সিইও মোহাম্মদ শাজাহান সিরাজ, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, প্রভাষক আবু বকর সিদ্দিক প্রমুখ। সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি ইউএনও ফারুক আল মাসুদকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কর্তৃপক্ষগণ। অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে