সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের তিন উপজেলার চারটি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। এসব গ্রাম হলো সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর মধ্যপশ্চিমপাড়া ও উত্তরপাড়া, নকলার চরকৈয়া এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া। এ চার গ্রামের প্রায় এক হাজার মানুষ নামাজের জামাতে অংশ নেন। স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল আটটা থেকে দশটার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সদরের চরখারচর উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আনোয়ার হোসেন। আর নকলার চরকৈয়া কাজীবাড়ি আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. সারোয়ার জাহান।বেতমারী ঘুঘুরাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বুধবার সকালে বলেন, চরখারচর উত্তরপাড়া দশানী নদীর পাড়ে ও চরখারচর মধ্যপশ্চিমপাড়া খানকা শরীফে প্রায় ৭০০ মানুষ ঈদের নামাজ আদায় করেন। এসব গ্রামের মানুষ দীর্ঘ ৪৭ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন। তাঁরা ফরিদপুরের সুরেশ্বর পীরের অনুসারী।
৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে