“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, উপজেলা তথ্য প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ হাবিবুল্লাহ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও মৎস্য চাষীগণ। মতবিনিময় সভায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী জানান, ২৪-৩০ জুলাই পর্যন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ।
৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে