শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে ওই ৪ জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গুমড়া এলাকার মৃত জহুর উদ্দিনের পুত্র মোঃ দুলাল মিয়া (৪৫), সন্ধ্যাকুড়া এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র মোতালেব (৫০), হলদিগ্রাম এলাকার মৃত মোজাফ্ফর আলীর পুত্র মোঃ মোস্তফা (৩২) ও সন্ধ্যাকুড়া এলাকার আবুল হোসেনের পুত্র আল- মামুন (৩২)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল এক অভিযান চালিয়ে ওই ৪ জুয়ারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ২ আগস্ট বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে