শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক আমতলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃকর্মীগণ। আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়।
৩ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে