শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিনা বেগম, পিপিএম-সেবা ঝিনাইগাতী থানা পরিদর্শন উপলক্ষে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন। ২১ আগস্ট সোমবার সকাল ১১টায় ঝিনাইগাতী থানা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা বলেন, অপরাধের সাথে যে কেউ জড়িত থাকুক না কেন আমরা তাদের ছাড় দিব না। যানজটকে আমরা সহনীয় পর্যায়ে রাখবো। পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক রোকসানা আক্তার খানমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএসএ ওয়ারেজ নাইম, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনারুল্লাহ, সেক্রেটারি বেলায়েত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ঝিনাইগাতী বাজার জামে মসজিদের ইমাম মুফতি আলহাজ্ব খালিছুর রহমান, শিক্ষক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ। এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আদিবাসীদের পক্ষ থেকে কুতুব পড়িয়ে বরণ করে নেওয়া হয়।
৩ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে