দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (শ্রীবরদী-ঝিনাইগাতী) শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সংসদ সদস্য এমএ বারীর পুত্র মোহসিনুল বারী রুমি গণসংযোগ অব্যাহত রেখেছেন। ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারসহ বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেছেন তিনি। গণসংযোগকালে সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ দলীয় নেতাকর্মীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মনোনয়ন প্রত্যাশী মোহসিনুল বারী রুমি, আওয়ামীলীগ সরকারের টানা ১৪ বছরের বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের দৃশ্যমান সাফল্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।
৩ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে