আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য এডিএম শহিদুল ইসলামের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর শনিবার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে এ জনসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম, মনোনয়ন পায়নি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে এবার পাবো বলে আমার বিশ্বাস। এসময় কংশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনার উল্লাহ’র সভাপতিত্বে বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে