শেরপুরের ঝিনাইগাতীতে কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃনমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা স্থানান্তর করা সবল প্রজেক্ট এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা সমবায় কর্মকতা রুকনুজ্জামান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। এসময় আরডিএস এর ফিল্প কো-অর্ডিনেটর স্বপন স্কু এর সঞ্চালনায় বাস্তবায়নকারী সংস্থা আরডিএস এর সহকারী পরিচালক মোঃ শামীম আজাদ ও আরডিএস এর রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর এমদাদুল হক বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে