আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদ্যাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন, আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তার এবং বিজিবির কোম্পানী কমান্ডারসহ আরো অনেকেই। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় জানানো হয় এবছর ঝিনাইগাতী উপজেলায় ১৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জি.আর চাল দেওয়া হবে।
৩ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে