শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও জিএনজি (নেতৃত্ব পরবর্তী প্রজন্ম) দলের নেতৃবৃন্দের আয়োজনে সামাজিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকারী কর্মকর্তাদের সাথে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার সকাল ১১ টায় রাংটিয়া হরি মন্দিরে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্যাক সদস্য শ্রী নিপুরাম কোচের সভাপতিত্বে ও জিএনজি সদস্য সুমন্ত কোচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোর্শেদা আক্তার মনি, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুর এরিয়া অফিস এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া ফিল্ড সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচ। এ্যাডভোকেসি সভায় ৭ টি গ্রামের জিএনজি দলের নেতৃবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং প্যাক সদস্যগণ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা সামাজিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকারীভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে