শেরপুরের ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি আপনাদের পাশে আছি- থাকবো। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিন, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসানসহ উপজেলার ১০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সভায়, বক্তারা শিক্ষার্থীদের উপবৃত্তি, শ্রেণীকক্ষ সজ্জিত করণ, শিক্ষার গুনগত মানোন্নয়ন, জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরেন। সভায় আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে