শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগরাড়চর বাজারে এ গণ সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও জনগণ এ বিশাল গণ সংবর্ধনার আয়োজন করে। ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু হানিফা, আওয়ামী লীগ নেতা, মাসুদ রানা, সাংবাদিকদের পক্ষে গোলাম রব্বানী টিটু প্রমুখ। এ অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীসহ শত শত মানুষ অংশগ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডিএম শহিদুল ইসলামকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আহ্বান জানান।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে