শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩-২৪ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ভারুয়া স্কুল আইপিএম কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। ওই বিদ্যালয়ের সভাপতি কিতাব আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম। এসময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক, আগষ্ট্রা ম্রং ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিবেশ বান্ধব ফসল উৎপাদন বিষয়ের উপর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নাটিকা উপস্থাপনা করেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে