শেরপুরের ঝিনাইগাতীতে হুফ্ফাজুল কুরআন ওয়াল হাদিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার ঝিনাইগাতী বাজার জামে মসজিদে উক্ত হিফ্জুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান ও আন্তর্জাতিক মানের ক্বারী, মিসবাহুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ক্বারী সাইফুল ইসলাম। উক্ত প্রতিযোগিতায় ঝিনাইগাতী উপজেলার ৫৩ জন বাঘা বাঘা তুখার মেধাবী হাফেজে কুরআন অংশগ্রহণ করেন। এসময় হুফ্ফাজুল কুরআন ওয়াল হাদিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ রিয়াদুর রহমান রিয়াদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের পিছিয়ে পড়া ঝিনাইগাতীর হাফেজে কুরআন যারা রয়েছেন তারা যাতে করে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সে বিষয়টিকে কেন্দ্র করে আমাদের আজকের এ আয়োজন। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় দেশ বরাণ্য উলামায়ে কেরাম ও বুজুগানে দ্বীন উপস্থিত ছিলেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে