ফিলিস্তিনী মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার বাদ আসর এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় ধানহাটি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ফয়জুল হাসান, মাওলানা মুফতি রবিউল ইসলাম, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সাংবাদিক ও ইউপি সদস্য জাহিদুল হক মনির প্রমুখ। বক্তারা ফিলিস্তিনী মুসলমানদের উপর অনতিবিলম্বে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবী জানান। এর আগে ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতশত ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে