শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। ২৩ অক্টোবর সোমবার রাতে তিনি এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুঁইয়া’র তত্বাবধানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।
এসময় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সনাতন ধর্মাবলীদের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব নির্বিঘ্নে পালনে পুলিশি নিরাপত্তাসহ সব ধরণের খোঁজ খবর নেন। পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর এমন পরির্দশন ও খোঁজ খবর নেয়াকে সাধুবাদ জানান সনাতন ধর্মাবলীদের নেতৃবৃন্দ। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুঁইয়া জানান, ঝিনাইগাতীতে অনুষ্ঠিতব্য ১৮টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এ পর্যন্ত কোথাও কোন সমস্যা দেখা যায়নি বলেও জানান তিনি।
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে