শেরপুরের ঝিনাইগাতীতে বনবিভাগ কর্মকর্তাদের সাথে আদিবাসীদের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে সহভাগিতা ও নেটওয়ার্কিং সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন টিডব্লিউএ ঝিনাইগাতী ও শ্রীবরদী শাখা, সিবিএএনসি-ঝিনাইগাতী, এলএমসি-শ্রীবরদী এর আয়োজনে ও আলোক-৩ প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। টিডব্লিউএ ঝিনাইগাতীর চেয়ারম্যান নবেশ খকশীর সভাপতিত্বে ও কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাংটিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজনী বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ।
সভায় আদিবাসীদের চলমান সমস্যা নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী টিডব্লিউএ’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা। এছাড়াও আদিবাসী অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। ওই সময় আদিবাসী নেতৃবৃন্দরা অন্যান্য সামাজিক বনায়নে অংশীদার হওয়াসহ বনবিভাগের অন্যান্য সহযোগিতা ও আদিবাসীদের উপর কোন হয়রানীমূলক মামলা মোকদ্দমা না করার দাবী করেন। এসময় প্রধান অতিথি সরকারী বিধি-বিধান মোতাবেক তাদের দাবী-দাওয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এছাড়াও ওই সভায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা করা হয়।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে