শেরপুর জেলার ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার দুপুরে মহারশি পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড আয়োজনে সমিতির কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। মহারশি পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির লিঃ এর সভাপতি জাহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোসনা বেগমসহ অন্যান্যরা। অতিথিদের বক্তব্য শেষে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় মহারশি রাবার ড্যাম ফ্ল্যাগশীপ উন্নয়ন প্রকল্প এগ্রো বিজনেস সেন্টার, ফার্ম এক্সেস রোড ও বক্স কালভার্ট এবং হেডার ট্যাংক ও বারিড পাইপ লাইন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে