শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ৪ মামলায় সাড়ে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিআরটিএ শেরপুর এর সহযোগিতায় ঝিনাইগাতী সড়কে বিভিন্ন অনিয়ম, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। এসময় বিআরটিএ এর কর্মকর্তাসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও গাড়ির ড্রাইভারদেরকে নিয়ম মেনে মোটরযান চালানোর জন্য চালকদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং তাদের মাঝে ট্রাফিক নিয়ম সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও যারা নিয়ম মেনে গাড়ির চালিয়েছেন তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর জানান।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে