শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী সংগঠন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ। এছাড়াও মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের উপর বিস্তারিত প্রেজেন্টটেশন উপস্থাপন করেন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুর আঞ্চলিক অফিস এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এসআইএল এর ফিল্ড সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচ। বক্তারা সংলাপে বলেন, একটি দেশের জাতীয় উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। জাতি গঠনে প্রধান মাধ্যম হলো শিক্ষা। আদিবাসীদের মধ্যে এক পঞ্চমাংশ হচ্ছে শিশু কিশোর। মূল স্রোতধারার মানুষের তুলনায় আদিবাসীর সংখ্যা কম হলেও দেশ গড়ার ক্ষেত্রে তাদের অবদান কোন অংশই কম নয়। আদিবাসীদের সাংস্কৃতি, ভাষা ও গোত্র আলাদা যা বাংলা ভাষার সাথে কোন মিল নেই। তাই আদিবাসী ভাষা ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে আদিবাসী ছেলে মেয়ের মুলতঃ প্রাথমিক স্কুলের শিক্ষা লাভের সুযোগ নেই বললেই চলে। আদিবাসী শিশুদের মাতৃাভাষা শিক্ষার অধিকার আদায়ের বাধা উত্তরনের উপায় হলো মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা ব্যবস্থা। বর্তমান সরকার আদিবাসী ভাষায় ৫টি পাঠ্যপুস্তক প্রণয়ণ করেছেন। সংলাপে সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে