শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন জনস্বার্থে নিজস্ব অর্থায়নে ৫০০ মিটার রাস্তা তৈরি করে এক নজির সৃষ্টি করেছেন। স্থানীয় ইউপি সদস্য ফারুক আহম্মেদ ও জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, কয়েকটি গ্রামের জনসাধারণের সুবিধার্থে বর্তমান তরুণ চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন এই মহুতি উদ্যোগ নিয়েছেন। সদর ইউনিয়নের পূর্ব সারিকালিনগর গ্রাম হইতে ঝিনাইগাতী সদর পর্যন্ত ৫০০ মিটার রাস্তা মাটি ভরাট করে রাস্তা তৈরি করেন। পূর্বে এটি একটি হালটি রাস্তা ছিল। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত ওই ইউনিয়নের চেয়ারম্যানরা রাস্তাটিতে মাটি না দেওয়ায় যা পরবর্তীতে রাস্তাটি বিলুপ্ত হয়ে যায়। এতে পূর্ব সারিকালিনগরসহ আশ-পাশের গ্রামের জনসাধারণের চলাচলে ছিল চরম ভোগান্তি। এই রাস্তাটি তৈরির ফলে এলাকাবাসীসহ ছাত্র-ছাত্রীদের যাতায়াতের বেশ সুবিধা হয়েছে। ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান, বিগত ৩০ বছরের মধ্যে কোন চেয়ারম্যান বা মেম্বার এই রাস্তাটির দিকে নজর দেয়নি। কিন্তু এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ২৬ মার্চ ২০২৩ ইং তারিখে নিজস্ব অর্থায়নে এ রাস্তাটি আমি করে দিয়েছি। পরবর্তীতে সরকারী অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি আরো ভালোকরে তৈরি করে দেওয়া হবে।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে