শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহায়-সম্বলহীন ২৩২ জন নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ২৮ মার্চ মঙ্গলবার সকালে আহাম্মদনগর আব্দুল মান্নান দারুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এককালীন অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসাইন। এসডিএফ ঝিনাইগাতী ৪নং ক্লাস্টারের ক্লাস্টার অফিসার হারাধন মহন্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ এর শেরপুর জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, জেলা প্রোগ্রাম অফিসার (আইসিবি) মোঃ ওবায়দুল্লাহ। পরে উপজেলার পূর্ব গান্ধিগাঁও, দক্ষিণ ডেফলাই, মধ্য ডেফলাই, বাকাকুড়া, রাংটিয়া ও ভারুয়া গ্রামসহ ৬টি গ্রামসমিতির সহায় সম্বলহীন ২৩২ জন নারীকে জনপ্রতি ৯ হাজার টাকা করে মোট ২০ লাখ ৮৮ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে