শেরপুরের শ্রীবরদীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে দেশী মুরগি ও হাস পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বাবেলাকোনা কারিতাস অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালানা করেন, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদ সম্রাট। এসময় উপস্থিত ছিলেন, কারিতাস শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, প্রশিক্ষণে হাঁস ও মুরগীর বিভিন্ন জাত পরিচিতি, হাস ও মুরগীর বাসস্থান নির্বাচন, হাস ও মুরগীর খ্যাদ্য, হাস ও মুরগীর রোগবালাই ব্যবস্থাপনা ও ভ্যাকসিন সিডিউল বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে সিএসপি (প্রাণি) ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে