শেরপুরের ঝিনাইগাতীতে ৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নলকুড়া ইউনিয়নের কুসাইকুড়া গ্রামের শুটকু মিয়ার পুত্র মোঃ আরিফ (২১) ও শাহ জামালের পুত্র খলিল মিয়া (৩০)। ৩১ মার্চ ২০২৩ শুক্রবার রাত ৯ঘটিকার দিকে উপজেলার ফাকরাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ সদস্যসহ উক্ত স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোগাড়ী থেকে ৪ বোতল ভারতীয় মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই দুইজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে