“স্কাউটিং করবো ,স্মাট বাংলাদেশ গড়বো” এই থিমকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে শনিবার সকালে (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দ্বিতীয় বারের মত বাংলাদেশ স্কাউট দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউট, কাব স্কাউট, গার্লস ইন স্কাউট , ইউনিট লিডার সহ অন্যান্যদের অংশ গ্রহণে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ স্কাউটের ইতিহাস সম্পর্কে আলোচনাসভা, পতাকা উত্তোলন, এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক সেবা কার্যক্রম, প্রকৃতি পর্যবেক্ষণ, সড়ক দ্বীপ রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোঃ আজাহার আলী। স্কাউট পতাকা উত্তোলন করেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি স্কাউট উপজেলা শাখা ডঃ মুহাম্মদ আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক স্কাউট উপজেলা শাখা মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সহকারী শিক্ষক নিশিত কুমার রায়, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবীর, বিবেকানন্দ মন্ডল, স্বপন কুমার মন্ডল, মাহবুবা খানম প্রমুখ।
পরিস্কার পরিচ্ছন্নতা শেষে ,কাব স্কাউট, স্কাউট সহ অন্যান্যদের সমন্বয়ে শ্যামনগর বংশীপুর সড়কে ট্রাফিক সেবা কার্যক্রম করা হয়।
বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে