সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাংলা নববর্ষ উ দযাপন ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্ততি সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্টান প্রধানগণ প্রমুখ।