শ্যামনগরে জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে এক কালিন অনুদানের চেক বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার (১৭ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হ্নদরোগ সহ অন্যান্য জটিল রোগাক্রান্ত ২৫ জন রোগির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২৫ জন রোগির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস জন্মগত হ্নদরোগ সহ অন্যান্য রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।
২০ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ২৩ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে