বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন।
ওয়াল্ডভিশন বাংলাদেশের বাস্তবায়নে এ কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য উৎপল কুমার জোয়ারদ্দার, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, মরমী মহিলা সংগঠনের সভাপতি প্রতিমা মিস্ত্রী, মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, ওয়াল্ডভিশন কর্মকর্তা প্রমুখ।