সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিা অফিসের আয়োজনে বৃহস্পতিবার(৫ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। এছাড়া তিনি বক্তব্যে বিভিন্ন বিষয়ে শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্য জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিা অফিসার মোঃ ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক সমিতির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক কৃষ্ণানন্দ মূখার্জী, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু প্রমুখ।
বিশ^ শিক্ষক দিবসে উপজেলার প্রাথমিক,মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায় থেকে অর্ধ সহস্রাধিক শিক্ষকের সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপজেলার শিক্ষা প্রতিষ্টান গুলি নিজ নিজ প্রতিষ্ঠানেও উদ্যাপন করেছেন।
ছবি- শ্যামনগর বিশ্ব শিক্ষক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি জগলুল হায়দার।