শনিবার(১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরার শ্যামনগর থানার আয়োজনে থানা চত্তরে শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে সকল মন্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য বিষয়ে তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার আহবায়ক বিষ্ণু পদ মন্ডল, আওয়ামীলীগনেতা সুশান্ত বিশ্বাস বাবুলাল, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ প্রমুখ।
উপজেলায় বার টি ইউনিয়নে সত্তরটি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।