শ্যামনগর পাতড়াখোলা গ্রামে বিশ্ব পানি পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “শান্তির জন্য জল”এই থিমকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা গ্রামে গণগবেষণা দলের আয়োজনে রিইবের সহায়তায় শুক্রবার (২২মার্চ)বিশ্ব পানি দিবস পালন করা হয়।
মোঃ সালাম গাজীর সভাপতিত্বে পানি দিবসের র্যালী শেষে আলোচনাসভায় বক্তরা বক্তব্যে বলেন চারিদিকে পানি। কিন্ত সুপেয় পানির অভাব। বিশুদ্ধ পানির অভাবে স্বাস্থ্যগত সমস্যা, ফসলের ক্ষেতে পানির অভাব, গবাদি পশুর খাদ্য অভাব সহ অন্যান্য সমস্যা দেখা যাচ্ছে। বক্তারা সুপেয় পানি, মিষ্টি পানির আধারের জন্য যথাযথ কর্র্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
আলোচনাসভায় বক্তব্য রাখেন রিইবের গবেষণা সহকারী চৈতন্য দাস, যুব প্রতিনিধি বিপ্লব ঘোষ, বিধান মন্ডল, সামছুন্নাহার বেগম, অজুন মুন্ডা, বিলকিস নাহার, সুলতানা পাখি প্রমুখ।
ছবি- শ্যামনগর পাতড়াখোলা গ্রামের বিশ্ব পানি দিবসের র্যালী।
৭ ঘন্টা ৬ মিনিট আগে
১১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে