শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব প্রশিক্ষণ হল রুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে দুই শত কৃষক পরিবারের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর অঙ্গিকার এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সাধারণ কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ, সবজি বীজ ও সার বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি আতাউল হক দোলন।
৭ ঘন্টা ৬ মিনিট আগে
১১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে