শ্যামনগরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবে বৃহস্পতিবার(২০ জুন) সকালে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
যায়যায়দিন ফেন্ড্রস ফোরাম শ্যামনগরের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও র্যালীর আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে যায়যায়দিন। দীর্ঘ ১৮ বছর অতিক্রম করে ১৯ বছরে পদাপর্ণ করেছে পত্রিকাটি। পত্রিকাটি সামনের দিনে সমাজ উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং পত্রিকার শ্যামনগর প্রতিনিধির এ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
শ্যামনগর প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার শ্যামনগর প্রতিনিধি রনজিৎ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন। এ সময় শ্যামনগর প্রেসকাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ।
৭ ঘন্টা ৮ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে