শ্যামনগরে বয়স্ক,প্রতিবন্ধী ভাতার বহি ও জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(১৮ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতার বহি ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাতার বহি ও চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকারের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা ও জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের অনুদানের সহায়তা প্রদান সহ অন্যান্য উন্নয়নের কথা তুলে ধরেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সহ সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
জানা যায়, বয়স্ক ভাতার বহি ১ হাজার তিন শত সাতষট্রি জন, স্বামী নিগৃীতা ও বিধবা ভাতা ৩শত উনচল্লিশ জন, প্রতিবন্ধী ভাতা ১ হাজার দুইশত ছিয়াত্তর জন সহ সর্ব মোট দুই হাজার নয় শত বিরাশি জনের মধ্যে ভাতার বহি বিতরণ করা হয়। এ ছাড়া ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকার অনুদান উনসত্তর জনের মধ্যে বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে বিভিন্ন ভাতার বহি ও জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।
৭ ঘন্টা ৮ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে