সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘুমন্ত স্বামীকে হত্যা করল নিজ স্ত্রী।
ঘটনাটি ঘটেছে রবিবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর গ্রামে।
নিহত স্বামীর নাম মোহাম্মদ আবু হাসান(৪৫)। সে একই গ্রামের হামিদ মালির বড় ছেলে।
স্থানীয় ব্যক্তি মিজানুর রহমান বলেন প্রতিদিনের ন্যায় রাতে স্বামী স্ত্রী খেয়ে ঘুমিয়ে পড়ে। পর সকালে প্রতিবেশিরা দেখতে পায় স্ত্রী খাদিজা বেগম ঘরে নাই ঘর চাবি দিয়ে আটকানো এবং জানালা দিয়ে দেখতে পায় ঘরের মধ্যে রক্ত। পর প্রতিবেশিরা দেখতে পায় আবু হাসানের গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে ঘরের মেঝেতে।
আবু হাসানের আত্নীয় স্বজন ও গ্রামবাসী স্ত্রী খাদিজা বেগমের সন্ধান করতে করতে এক পর্যায়ে খুলনার জিরো পয়েন্ট থেকে তাকে আটক করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন।
এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম স্ত্রী কর্তৃক স্বামী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।