খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শ্যামনগরের আব্দুল হামিদ
রনজিৎ বর্মন শ্যামনগর( সাতক্ষীরা )প্রতিনিধি ঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মোঃ আব্দুল হামিদ। তিনি উপজেলার শ্যামনগর ইউনিয়নের ১৫ নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
চলতি বছরের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক আবেদনকারী প্রতিযোগিতায় উপজেলা ,জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় এবার শিক্ষক দিবসে শ্যামনগর উপজেলা কমিটি কতৃক সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি উপজেলার নকিপুর মাজাট গ্রামের পিতা-মোঃ আব্দুল জলিল ও মাতা- হালিমা বেগমের দুই পুত্র সন্তানের মধ্যে বড় সন্তান। এম এ পাশ করার পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ব্যাংকের চাকুরী পেয়েও সেবিষয়ে আগ্রহ না থাকায় শিক্ষকতা পেশা মহান পেশা হিসাবে ২০০৩ সালের ২৩ জুন ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকুরী শুরু করেন। এর পর ৯০ নং গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে ১৫ নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
বহুগুণে গুণানিত শিক্ষক মোঃ আব্দুল হামিদ । তার সাথে সাক্ষাতকালে জানা যায়, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক জন স্বীকৃত রেফারী। ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফুটবল খেলা পরিচালনা করে আসছেন। স্বীকৃতি স্বরুপ রেফারিতে সম্মাননা স্বারক পেয়েছেন। উপজেলাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সহ অন্যান্য প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা কালিন কোচ হিসাবে তার ক্রীড়া দক্ষতায় ২০১৩ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ পায়।
সদা হাসোজ্জল আঃ হামিদ অবসরে সাহিত্য চর্চা করেন। তার শখ কবিতা আবৃতি করা। তিনি নিজে প্রবন্ধ, ছোটগল্প, কবিতা এসব মিলিয়ে ২০১৮ সালে ‘হাসনা হেনার ঘ্রান’ ও শিক্ষামূলক প্রবন্ধ ‘রচনা মঞ্জুরী’ নামে বই প্রকাশ করেছেন। শিক্ষা বিষয়ক জারী গান লিখেছেন। কয়েকটি কবিতার বই সম্পাদনা করেছেন।
তিনি শিক্ষক হয়েও আবার শিক্ষকদের শিক্ষক। চারু ও কারু কলা বিষয়ে দক্ষ হওয়ায় মাষ্টার ট্রেনার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ভাল রেজাল্ট করে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষকদের রির্সোস সেন্টারে শিক্ষকদের প্রশিক্ষণ কালীন সময়ে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। জেলা,উপজেলা সহ অন্যান্য স্থানের শিক্ষা মেলায় স্টল সাজ সজ্জা করার দায়িত্ব তার উপর উপজেলা প্রশাসন থেকে দায়িত্ব অর্পণ করা হয়। করোনা কালিন সময়ে সকলে যখন বাড়ীতে অবস্থান করছেন ঠিক এ সময়ে নিজের স্কুলের দেয়ালে তিনি নিজে বিভিন্ন নকশা অঙ্কণ করেছেন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃতি বিষয়ক কোন অনুষ্ঠানের উপজেলা পর্যায়ে তাকে বিচারক হিসাবে দায়িত্ব পালন করতে হয়। তিনি আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। কয়েকটি কনন্টেন শিক্ষক বাতায়নের সদস্য হিসাবে আপলোড করেছেন।
আঃ হামিদ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া পরিচালনা কমিটির একজন সদস্য, জেলা সহকারী শিক্ষক সমন্বয়ের সিনিয়র সহ-সভাপতি, একই কমিটির উপজেলা সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক যৌথ সমিতির কোষাধ্যক্ষ, শিক্ষার্থীর শিষ্টাচার নৈতিকতা ও মূল্যবোধ চর্চা গবেষণার একজন সহযোগি গবেষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার এ অসামান্য কর্মের জন্য ২০১৮ সালে সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কতৃক শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কার প্রদান করা হয়। তিনি বলেন তার প্রধান শিক্ষক তাকে যথেষ্ট সহায়তা করেন।
ব্যাক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। তার স্ত্রী গৃহিনী। দুইটা কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ভবিষ্যতে তিনি শিক্ষকতার মহান পেশাকে আরও সুন্দরকরার চেষ্টা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।
ছবি-খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শ্যামনগরের আব্দুল হামিদ
৭ ঘন্টা ৪ মিনিট আগে
১১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে