সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
সিপিপি শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুনসী নূরমোহাম্মদ জানান উপজেলার বারটি ইউনিয়নের ২৯৮০জন স্বেচ্ছাসেবকের মাঝে এই আইডি কার্ড বিতরণ করা হবে।
বৃহস্পতিবার উপজেলা টিম লিডার সহ ১২টি ইউপির ১২ জন ইউনিয়ন টিম লিডারের হাতে আইডি কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। পর পর্যায়ক্রমে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড বিতরণ করছেন সিপিপি সহকারী পরিচালক । আইডি কার্ড বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল প্রমুখ।
ছবি- শ্যামনগরে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড বিতরণ উদ্বোধন করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।