নানা আয়োজনে সাতক্ষীরায় ১৭ বিজিবি দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আয়োজনে দিবসটি উপলক্ষে নিজস্ব কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত, আনুষ্ঠানিক ভাবে গার্ড সালামের মধ্য দিয়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন , অধিনায়কের বিশেষ দরবার, দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, নীলডুমুর ব্যাটালিয়নের(১৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এ এস পি) মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির ক্যাপ্টেন শাহ-রেজা আল-ফামি, এএমসি, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম , লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা আজমল আবীর সহ নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ,সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিকাল ৪ টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে