উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণতা বৃদ্ধির লক্ষে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা শ্যামনগরে সুপেয় পানির সমস্যা সমাধান, জলবায়ু সহিষ্ণু জীবিকার সুযোগ সৃষ্টি, প্রকৃতি ও প্রাকৃতিকভাবে এলাকার মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন ঘটানো,দূর্যোগ সাড়াদানের কৌশল উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,শ্যামনগর প্রেসকাব সভাপতি আকবর কবীর প্রমুখ।
কর্মসূচির টীম লিডার মাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল মান্নান।