সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অত্যন্ত কম খরচে বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশিপের আয়োজন ও বাস্তবায়নে নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপী ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে কোন ধরনের কাঁটা- ছেড়া কিংবা সেলাই ছাড়াই ল্যাপরস্কোপিক পদ্ধতিতে গত ২৩ জানুয়ারী থেকে তিন দিন ব্যাপী পিত্তথলির পাথর, হার্ণিয়া, এপেনডিক্স ও জরায়ু টিউমার অপারেশন করা হয়।
অভিজ্ঞ চিকিৎসক দলের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত জেনারেল ও ল্যাপরস্কোপিক সার্জন ডাঃ সামসুদ্দিন আহম্মেদ সুমন। চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন জেনারেল ও ল্যাপরস্কোপিক সার্জন ডাঃ আহসানুল ইসলাম কল্লোল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলাম।
ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার তিন জন নারী ও তিন জন পুরুষ কম খরচে এ সেবা গ্রহণ করেন। সেবা গ্রহিতা জনৈক এক নারী বলেন কম খরচে কোন ধরনের কাঁটা- ছেড়া কিংবা সেলাই ছাড়াই অপারেশন করে এক দিন পরেই সুস্থতা নিয়ে বাড়ী যেতে পারছি।
হাসাপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন প্রত্যন্ত এলাকার মানুষের কম খরচে জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন ফেব্রুয়ারী মাস ভাষার মাস উপকূলের মানুষের সেবা প্রদানের লক্ষে হাসপাতালে এই মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে । এ ছাড়া আবারও ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্প করা হবে বলে জানান। এ জন্য তিনি রোগীদের ০১৮৪৭-৩২৭১৩৭ নম্বরে যোগাযোগ করার কথা বলেছেন।
উল্লেখ্য যে, শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প সহ হাসপাতালে কম মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।