সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত আটটি ক্যামেরা চুরি হয়ে গেছে। সুন্দরবনের লোটাবেঁকী অভায়ারন্য থেকে এসব ক্যামেরা চুরি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি।
বনবিভাগ সুত্রে প্রকাশ, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। এটি এখনও চলমান রয়েছে। বাঘ গণনার ক্যামেরা ট্রাপিং গ্রুপ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের গাছে গাছে ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে স্থাপন করা হয়েছে ৩৭৬টি ক্যামেরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন জানান, চুরি হওয়া আটটি কামেরা উদ্ধারে কাজ চলছে। ধারণা করা হচ্ছে, জেলেরা এই চুরির সঙ্গে জড়িত। জড়িতদের শনাক্ত ও ক্যামেরা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলমের কাছে সুন্দরবন বাঘ গননা ক্যামেরার দাম কেমন জানতে চাইলে তিনি বলেন এক একটি ক্যামেরার দাম ৫০হাজার থেকে ১লাখ টাকা।
সাতক্ষীরা রেঞ্জে আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে বাঘ গননার কাজ শেষ হবে তার মধ্যে ৮টি ক্যামেরা চুরি ও বিনষ্ট। বাঘ গননা গ্রুপে বন বিভাগের ২১সদস্য কাজ করছে বলে জানা যায়।
বনবিভাগ সূত্রে জানা যায় সুন্দরবন থেকে চুরি হওয়া ক্যামেরা কোন মাধ্যম দিয়ে ফিরিয়ে দিলে বনবিভাগ কোন প্রকার আইনে পদক্ষেপ গ্রহন করবেনা।