সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশের গড়ার বিনিমার্ণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত উপজেলার ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন।