সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে অগ্রগতি সংস্থার সহায়তায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বিন-শফিক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম আহসান হাবীব, মোঃ জনিরুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম, উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন অগ্রগতির কর্মকর্তা আল মামুন প্রমুখ।