বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নিজস্ব হল রুমে পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিপক কুমার সাহা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক গাজী বশির আহমেদ।
বিভাগীয় সভায় আলোচনা শেষে সকল কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগীয় নামাঙ্কিত ডায়েরি, ব্যাগ, কলম ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য বিভিন্ন সামগ্রী অতিথিবৃন্দ বিতরণ করেন।