সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাবের উদ্যোগে বজ্রপাত নিধোরক তালগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর ক্রসবার-৪ এ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এদিন যমুনা নদীর পাড়ে দুই শতাধিক তাল গাছের চারা ও তাল বীজ রোপন করা হয়।
উক্ত কর্মসূচিতে ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত।
এ সময় আমন্ত্রিত অতিথিরা জানান, সিরাজগঞ্জ বজ্রপাতের হটস্পট জোন। তাই নদীর পাড়ে প্রাকৃতিক বজ্রপাত নিধোরক তাল গাছের চারা রোপণের এই উদ্যোগকে সাধুবাদ জানায় তারা এবং আগামীতে এই ধরণের কর্মসূচিকে উৎসাহিত করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
রেনেসাঁ ক্লাবের আয়োজনে ও বৃক্ষপ্রেমিক আবুল কালাম আজাদের তালবীজ সহায়তায় উক্ত আয়োজনে রেনেসাঁ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে