মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদোগে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর হোসেন সরদার।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টামন্ডলীদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম,
ইডাফ মানবাধিকার সংস্থার শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি
মো: সাইদুল ইসলাম সবুজ, ৬নং আশিদ্রোন ইউনিয়নের১, ২ ও ৩ ওয়ার্ডের মহিলা সদস্য আনোয়ারা খাতুন।
আরও উপস্থিত ছিলেন অত্র সংস্থার সভাপতি মো: আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক, মো: মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো: টিটু আহমেদ, মো: ময়নুল ইসলাম ও আরিফুর রহমান রাজু, যুগ্ন সম্পাদক অপু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার, প্রচার সম্পাদক, মো: শরীফ আহমেদ, সদস্য জাহেদ, লিটন, শান্ত, আমিত, সুজন, সিদ্দিক, রাসাদ, ঈষিকা, সবিতা, রুহি প্রমুখ।