মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ঐতিহ্যবাহী বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলে একটানা চারবার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করায় গণমাধ্যকর্মী-শিক্ষানুরাগী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদকে অভিনন্দন স্মারক প্রদান করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় এ স্মারক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর চারবার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করায় ইসমাইল মাহমুদের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বিএসপি, পিএসসি,জি।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সদস্য অ্যাডভোকেট মো. সুরুক মিয়া ও রোমেনা আক্তারকেও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, ইসমাইল মাহমুদ বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চারবারের সদস্য ছাড়াও শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে পরপর দুইবার সভাপতি, একবার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে অধ্যাবদি সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষাপদকে ২০১৬ সালে উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি; ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পরপর তিনবার শ্রেষ্ঠ বিদোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন।