মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজার সংলগ্ন পাট্টার পুল নামে পরিচিত বহু পুরনো ব্রিজটি দেবে গেছে এবং প্রতিটা পিলারেই ফাটল দেখা দিয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় এই ব্রিজটি ভেঙ্গে বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে দেবে গেছে, তবুও ভারী যানবাহনসহ সবধরণের যানবাহন ও মানুষ চলাচল অব্যাহত রয়েছে।
এ ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করছেন। সিন্দুরখান ইউনিয়নের মানুষদের সিন্দুরখান বাজারে যাওয়ার একমাত্র অবলম্বন ব্রিজটিতে ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন। ব্রিজে গাড়ী, সিএনজি, অটোরিক্সা বা মোটর সাইকেল উঠলে কেঁপে কেঁপে উঠে ব্রিজ। যেকোন মুহুর্তেই ধসে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই ব্রিজটি এমন অবস্থায় থাকলেও সংশ্লিষ্টদের নেই কোন পদক্ষেপ। ব্রিজটি দ্রুত সংস্কার করে এলাকাবাসিকে ঝুঁকিমুক্ত চলাচলের সুযোগ করে দেয়ার জন্য স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের কাছে এ দাবি জানিয়েছেন ইউনিয়নবাসি।
১ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে